শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:২২ অপরাহ্ন

সিলেটে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৪৩ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ণ

পাঁচ দফা দাবিতে সিলেট জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। এর জেরে মঙ্গলবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সিলেট নগরীর প্রবেশমুখ দক্ষিণ সুরমার সবগুলো পয়েন্টে অবস্থান নিয়েছেন পরিবহন শ্রমিকরা।

যান সংকটে পড়ে বিপাকে অফিসগামী মানুষ। তবে ব্যক্তিগত যানবাহন ও এম্বুলেন্স কর্মবিরতির আওতামুক্ত রাখা হয়েছে। ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, সিলেটের পুলিশ কমিশনার ও ডিসি ট্রাফিকের অপসারণসহ পাঁচ দাবিতে এই কর্মবিরতি পালন করছে জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।

এরআগে রোববার দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় বলা হয়, ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর থেকে সিলেট জেলার রাস্তায় কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না। অনতিবিলম্বে আমাদের পাঁচ দফা দাবি মেনে না নিলে কঠোর এই কর্মসূচি পালন ছাড়া সামনে আর কোনো পথ খোলা থাকবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর