বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

ফরিদগঞ্জে মার্কেন্টাইল এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ ও ঈদ পুণর্মিলনী

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৬৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৮:৩৩ অপরাহ্ণ

 

মামুন হোসাইনঃ

পবিত্র ঈদ -উল আযহা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী বাজারে অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখার গ্রাহক সমাবেশ ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পতিবার(১৪ জুলাই)এজেন্ট ব্যাংকের উদ্যোগক্তা আমেরিকা প্রবাসী হারুনুর রশিদ বাচ্চু’র সভাপতিত্বে ও ব্যবসায়ী তাফাজ্জ্বল হোসেন পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মার্কেন্টাইল ব্যাংক শাখা প্রধান ও এডিপি মোঃ মুরাদ হোসেন চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিভিশন এসইও শাহারিয়ার মোঃ শাকিব, বীর মুক্তিযুযোদ্ধা দেলোয়ার হোসেন পাটোয়ারী, কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র মিত্র। বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও ঠিকাদার ফারম্নক হোসেন মিয়াজী, লোকমান হোসেন দর্জি, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সেলিম খান, ইউপি সদস্য আলী হায়দার উজ্জ্বল পাটোয়ারী, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন দর্জি, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াছিন পাটোয়ারী, আবুল হোসেন, শাহআলম দর্জিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, তৃণমুল পর্যায়ে ব্যাংকিং সেবা পৌছে দিতে এবং দেশের সকল মানুষকে নিরাপদ লেনদেন নিশ্চিত করতে সরকারি নিদের্শনা মোতাবেক ব্যাংকগুলো গ্রাম পর্যায়ে এজেন্ট ব্যাংকিং বা উপশাখা কাডর্যক্রম চালু করছে। সেই ধারা মোতাবেক ফরিদগঞ্জ উপজেলার কড়ৈতলী বাজারে মার্কেন্টাইল ব্যাংকের এজেণ্ট ব্যাংকিং কার্যক্রম শুরম্ন হয়েছে আরো আগেই। ইতিমধ্যেই শাখার দেশের মধ্যে দ্বিতীয় অবস্থায় রয়েছে। আশা করছি গ্রাহকরা ব্যাংকের প্রতি আরো আগ্রহী হলে এবং নিয়মিত লেনদেন, ডিপোজিট করলে এটি দেশের সেবা এজেন্ট ব্যাংক হিসেবে পরিগনিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর