শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

আলোকিত হলো পুরো পদ্মা সেতু

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৮৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১১:০৮ অপরাহ্ণ

দুই প্রান্তের ৪১৫টি ল্যাম্পপোস্টে বাতি জ্বালানোর মাধ্যমে আলোকিত হলো পুরো পদ্মা সেতু। মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিদ্যুৎ-সংযোগের মাধ্যমে মাওয়া ও জাজিরা প্রান্তের সবকটি ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি জ্বলে ওঠে। এতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা প্রান্ত পর্যন্ত পুরো পদ্মা সেতুতে ঝলমল করে জ্বলে উঠে আলো।

মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা সেতুতে এক যোগে সেতুর ৪১৫টি বাতির সবগুলো জ¦লে উঠলে প্রকল্প এলাকার চার পাশে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বাতিগুলো জ্বালানো হয় পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে স্থাপিত বিদ্যুতের সব স্টেশন থেকে। বাতিগুলো মধ্যে মাওয়া প্রান্তের সাব স্টেশন থেকে পিয়ার ১ থেকে ২১ পর্যন্ত  এবং জাজিরা প্রান্তে সাব স্টেশন থেকে জ্বালানো হয় ২১ থেকে ৪২ নম্বর পিয়ার পর্যন্ত। দুই ভায়াডাক্টসহ দু’সাব স্টেশন থেকে বাতিগুলো জ্বালানো হয়।

এদিন বিকালে জাজিরা প্রান্তের বিদ্যুতের সাব স্টেশন থেকে প্রথমে সেতুর ২১ নম্বর পিয়ার থেকে ৪২ নম্বর পিয়ার পর্যন্ত ভায়াডাক্টসহ সবগুলো বাতি পরীক্ষামূলক জ্বালানো হয়। এরপরই দু’সাব স্টেশন থেকে সেতু সবগুলো ল্যাম্পপোস্টের বাতি একযোগে সফল ভাবে জ্বালানো হয়। এই সময় পুরো পদ্মা সেতুসহ এলাকা আলোকিত হয়ে যায়। এভাবেই দু’প্রান্তের দু’সাব স্টেশন থেকে পদ্মা সেতুতে আলো জ্বলবে।

এর আগে সোমবার বিকালে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি প্রথম সফল ভাবে বিদ্যুৎ সঞ্চালন করে। পদ্মা সেতুতে মাওয়া প্রান্তের সাব স্টেশন থেকেই  সেতুর অর্ধেক বাতি পরীক্ষা মূলক জ্বালানো হয়। পদ্মা সেতুর দুই প্রান্তের বিদ্যুতের দু’সাব স্টেশন থেকে বিদ্যুৎ সঞ্চালনের মাধ্যমে পদ্মা সেতুকে আলোকিত করবে। এছাড়া সেতুর উভয় প্রান্তের সংযোগ সড়কে ২০০টি ল্যাম্পপোস্টের বাতি রয়েছে।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় পদ্মা সেতুর সবগুলো বাতি পরীক্ষামূলক জ্বালানো হয়েছিল। এরপর সঠিকভাবে আলো হচ্ছে কিনা এবং আলোর অ্যাঙ্গেল ঠিক আছে কিনা এসব পরীক্ষা করার পর দু’পারের দু’সাব স্টেশনের মাধ্যমে মঙ্গলবার সন্ধ্যায় সবগুলো বাতি সফল ভাবে জ্বালানো হয়েছে বলে জানান, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।

তিনি আরও জানান পদ্মা সেতুর দয়িত্বশীল প্রকৌশলীরা জানান, মূল সেতুতে ৩২৮ টি ও দুই পাশের ৮৭টি সর্বমোট ৪১৫টি  ল্যাম্পপোস্টের বাতি মঙ্গলবার সফল ভাবে পরীক্ষামূলক জ্বালানো শতভাগ সম্পন্ন হয়েছে। এখন সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কের ল্যাম্পপোস্টের বাতিগুলো পর্যায়ক্রমে একই ভাবে পরীক্ষা মূলক জ্বালানো হবে।

উল্লেখ্য পদ্মা সেতুর দুই প্রান্তের সংযোগ সড়কে আরও ২০০টি ল্যাম্পপোস্টের বাতির বিদ্যুৎ সঞ্চালনের কার্যক্রম রয়েছে। গত ৪ জুন সর্ব প্রথম সেতুতে পরীক্ষামূলক ২৪টি বাতি জ্বালানো শুরু হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর