শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে দুই শিক্ষকের উপর অতর্কিত হামলা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১০৭ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৫:০৭ পূর্বাহ্ণ

 

 

 

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা ইউনিয়নের বালিথুবা সামছুলিয়া উলুদিয়া দাখিল মাদ্রাসার দুই শিক্ষকের উপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় ৮ জুন বুধবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বালিথুবা সামছুলিয়া উদ্বুদিয়া দাখিল মাদ্রাসার মিটিং হওয়ার কথা ছিল। উক্ত মিটিং এ যোগদানের লক্ষে শিক্ষক হযরত আলী ও সাকিব উপজেলা পরিষদে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান, যুবলীগ নেতা হেলাল ও আওয়ামী লীগ নেতা জিএম তাবাচ্ছুম এর নেতৃত্বে
একটি গ্রুপ তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় মাদ্রাসার এক কমিটির সভাপতি আলমগীর হোসেন ভূইয়ার ড্রাইভার রফিকও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় শিক্ষক হযরত আলী বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ও ড্রাইভার রফিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে। এ বিষয়ে আহতদের স্বজনরা জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন হয় । নিয়ম অনুযায়ী উক্ত মাদ্রাসায় কমিটির প্রথম মিটিং হওয়ার কথা কিন্তু তা না করে পরিকল্পিতভাবে মিটিংটি উপজেলায় নিয়ে যায়। এবং যুবলীগের নেতৃত্বে একটি গ্রুপ তাদের উপর অতর্কিত হামলা চালায়। এদিকে জিএম তাবাচ্ছুম মুঠোফোনে জানান, আমি হামলার বিষয়ে তেমন কিছুই জানি না। তবে শিক্ষক হযরত আলীর কাছে থেকে পর শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর