শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

শিক্ষার মান উন্নয়নে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে  : প্রকৌ. মোহাম্মদ হোসাইন 

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৬৩ বার পঠিত
আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ৭:৩৯ অপরাহ্ণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্ 
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহাপরিচালক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য প্রকৌ. মোহাম্মদ হোসাইন।
হাজীগঞ্জ ও শাহরাস্তির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ল্যাপটপ বিতরণের ধারাবাহিক কার্যক্রেমর অংশ হিসাবে শনিবার সকালে শাহরাস্তি উপজেলার রাগৈ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এ ল্যাপটপ বিতরণ করেন।
এছাড়া এদিন সকালে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুর রশিদ মজুমদারের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত করেন প্রকৌ. মোহাম্মদ হোসাইন।
পরবর্তী সকাল সাড়ে ১১টায় শাহরাস্তি উপজেলা রাগৈ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ এবং বিকাল সাড়ে তিনটায় হাজীগঞ্জ উপজেলার কংগাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকৌ. মোহাম্মদ হোসাইন।
শাহরাস্তি উপজেলা রাগৈ উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাগৈ উচ্চ বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, আমির বাসার, জনাব আব্দুল কুদ্দুস, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. মোস্তফা সর্দার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, মো. ওমর ফারুক, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিন।
হাজীগঞ্জ পৌরসভাধীন কংগাইশ প্রাথমিক বিদ্যালয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সভাপতি হাজী আনু মিয়া, পৌর আওয়ামীলীগের সদস্য আনিছ কাজী, আলহাজ্ব সালামত বেপারী, মোঃ রফিকুল ইসলাম সহ আওয়ামিলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলীগঞ্জ হাই স্কুলের সহকারী শিক্ষক জনাব মো. সোহেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি জনাব খাজা ওসমান হারুনী মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর