বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

দূষিত মন-দূষিত জীবন………….. ক্ষুদীরাম দাস

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৯১ বার পঠিত
আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২, ৯:১০ অপরাহ্ণ

দূষিত মন-দূষিত জীবন

ক্ষুদীরাম দাস

 

খাঁটি আর পাবো কোথায়
দূষণ চারিদিকে;
সঠিক পথে চলে ক’জন?
সবে চলে এঁকে বেঁকে।

সুখের খোঁজে সর্বত্র ছুটছে
কোথায় রয়েছে সুখ,
মিথ্যে পথে অলীক ভাবনা
ঘুচবে কি দুখ!

চারিদিকে তাকালে মোরা
কী দেখতে পাই?
এ জগতে শুধু দেহেরই খোরাক
মনের খোরাক তো নাই।

স্বার্থের টানে সবাই চলে যায়
কে আপন কে পর!
ফেসবুকে তো লক্ষ্য বন্ধু
ঘরের মধ্যেই পর!

দূষিত মন-দূষিত জীবন
অন্ধ হয়ে ছুটছে;
ক্লান্ত মন শান্ত হবে
মনে যার ঈশ^র আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর