বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

শাহরাস্তিতে ভূমি সেবা সপ্তাহ -২০২২ উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৪৭ বার পঠিত
আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৮:১২ অপরাহ্ণ

 

 

 

নোমান হোসেন আখন্দ:

শাহরাস্তি উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ -২০২২ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রবিবার বিকাল ৪ টায় দিবসটি উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিন শেষে ভূমি অফিস সংলগ্ন মাঠে আলোচনা সভায় মিলিত হয়। শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি, সাহাপুর ভূমি অফিসের (ভূমি) সহকারী কর্মকর্তা মো: আবদুল মান্নানের পরিচালনায় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হুমায়ুন রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: আবদুল মান্নান, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুন নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফয়েল আহম্মেদ ইরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আহসান উল্ল্যাহ চৌধুরী, চিতোষী পশ্চিম ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ মনির হোসেন, সূচীপাড়া উওর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আবদুল করিম ভূইয়াঁ, চিতোষী পশ্চিম ইউনিয়ন ভূমি উপ- সহকারী কর্মকর্তা জামশেদ আলম, সাহাপুর ভূমি অফিসের ভূমি উপ- সহকারী কর্মকর্তা মো: শাহাদাত হোসেন, চিতোষী পূর্ব ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: মাছুম বিল্লাহ, প্রসন্নপুর ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: আনোয়ার হোসেন প্রমুখ। সভায় ভূমি সংক্রান্ত বিষয়ে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি, ই- সেবার মাধ্যমে জনগনের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সকল সেবা নিশ্চিতকরনে আশ^স্ত করা হয়। বক্তারা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ভূমি মেনে চলার জন্য সবাইকে অনরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর