শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২১ অপরাহ্ন

ফরিদগঞ্জ ওয়ান স্টারের দখলে বাজারের প্রধান সড়কে, যানজোট সৃষ্টি

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৯৬ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ১০:৫৫ অপরাহ্ণ

 

 

 

স্টাফ রিপোর্টারঃ

মরার উপর খড়ার ঘা। একিই তো অটোবাইকের যন্ত্রনা তার উপর ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক কিছু ব্যবসায়ীদের কারনে প্রতিনিয়িত যানজোট সৃষ্টি হওয়ায় সাধারন মানুষ ও যানবাহন চলাচলে বিপদ জনক পরিস্থিতি সৃষ্টি হয়। বিশেষ করে ফরিদগঞ্জ কেরোয়া মোড়ে সব সময় লেগে থাকে যানজোট তার উপরে ওয়ান স্টার হোটেলের সামনে বিকাল ৪ ঘটিকা থেকে রাত ১০টা পযর্ন্ত থাকে শতাধিক মটর সাইকেল এই নিয়ে দূর্ভোগ হচ্ছে সাধারণ জনগণের এমনকি সড়কে মটর সাইকেল রাখার কারণে পাশের দোকানদারগণ দোকানে বিক্রি করতে পারছেনা। পাশ্ববর্তী এক দোকানদান জানান বিকেল থেকে রাত ১০ টা পযর্ন্ত বাজার প্রধান সড়ক থাকে ওয়ান স্টার হোটেলের। তাই ক্রেতাগণ আমাদের দোকানে আসতে পারে না, ওয়ান স্টার হোটেলের সত্ত্বাধিকারী হারুনুর রশিদকে জানানোর পরেও কোন ব্যবস্হা নিচ্ছে না। ওয়ান স্টারের হোটেলের জন্য তালুকদার প্লাজায় গাড়ি পার্কিং করার জন্য ব্যবস্হা থাকা শর্তে ও সেখানে মটর সাইকেল না রেখে আমাদের দোকানগুলোর সামনে রাখে এমনকি প্রধান সড়ক দখল করে নেয়,তাই যানজোটের সৃষ্টি হয়। ওয়ান স্টার হোটেলের সত্ত্বাধিকারী হারুনুর রশিদ জানা ক্রেতাদের আমরা বলি তারা শুনে না,তারা নিজেরাই এখানে মটর সাইকেল রাখে।বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুক আহমেদ জানান হারুনুর রশিদ কে কয়েকবার বলা হয়ে রাস্তায় যেন যানজোট সৃষ্টি না হয়।রাস্তায় মটরসাইকেল গুলো অন্য জায়গায় রাখার ব্যবস্হা করার জন্য।আমরা পৌরসভার মেয়রকে জানিয়েছি আসাকরি মেয়র মহোদয় ব্যবস্হা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর