বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

আবারো পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত ইউনিলিভারের

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৩২ বার পঠিত
আপডেট : রবিবার, ১ মে, ২০২২, ১২:৪১ অপরাহ্ণ

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইউনিলিভারের পণ্য বিক্রি পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়েছে। কারণ ডাভ সাবান ও বেন অ্যান্ড জেরি’স আইসক্রিম নির্মাতা সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা ও জ্বালানি ব্যয় কমাতে ৮ শতাংশেরও বেশি দাম বাড়িয়েছে। ফলে পরিমাণের হিসাবে কমলেও অর্থের হিসাবে ঊর্ধ্বমুখী ব্রিটিশ ভোক্তা পণ্য জায়ান্টের বিক্রি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় মোকাবেলায় আরো দাম বাড়াতে যাচ্ছে ইউনিলিভার। সংস্থাটি সতর্ক করেছে, পণ্যের দাম আরো বাড়তে পারে। কারণ হিসেবে ইউক্রেনে যুদ্ধ ও কাঁচামালের উচ্চ দামকে দায়ী করা হয়েছে।

সংস্থাটির পূর্বাভাস অনুসারে, চলতি বছর সংস্থাটির বিক্রি আগের বছরের তুলনায় ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়বে। পাশাপাশি এ সময়ে পরিচালন মুনাফা বাড়বে ১৬-১৭ শতাংশ। ইউনিলিভারসহ বিশ্বজুড়ে ভোগ্যপণ্য নির্মাতারা ক্রমবর্ধমান জ্বালানি, কাঁচামাল, শ্রম ও পরিবহন ব্যয়ের মুমোমুখি হয়েছে। অতিরিক্ত এ ব্যয় ভোক্তাদের ওপর চাপাতে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কভিডের বিপর্যয় কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের সময়ে ইউক্রেনে যুদ্ধ মূল্যস্ফীতির চাপ বাড়িয়ে দিয়েছে।

বছরের প্রথম তিন মাসে অর্থের হিসাবে ইউনিলিভারের বিক্রি বেড়েছে ৭ দশমিক ৩ শতাংশ। যদিও বিশ্লেষকরা ৪ দশমিক ৪ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। এ সময়ে সংস্থাটির পণ্যের দাম বেড়েছে ৮ দশমিক ৩ শতাংশ। যেখানে পরিমাণের হিসাবে বিক্রি ১ শতাংশ কমেছে। বিশ্লেষকরা ৬ দশমিক ৩ শতাংশ মূল্যবৃদ্ধি এবং পরিমাণের হিসাবে ১ দশমিক ৭ শতাংশ বিক্রি কমার পূর্বাভাস দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর