বুধবার, ০৭ জুন ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৯৩ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্ 
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৯ এর মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের বর্ষবরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য এই মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দসহ উপজেলায় কর্মরত সরকারি, বেসরকারি কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, অসাম্প্রদায়িক চেতনার প্রাণের উৎসব বর্ষবরণ। বাংলা বর্ষবরণে বাঙালির নানা আয়োজনের মধ্যে মঙ্গল শোভাযাত্রা অন্যতম। গত দুই বছর অতিমারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) এর কারণে দেশ-বিদেশের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর