ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং অংশে সড়কে গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন জেলার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের নাছির উদ্দিন এবং তার স্ত্রী শরিফা আক্তার।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, শুক্রবার ও শনিবার দুই দিন সরকারি ছুটিকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি ছিল। এদিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে ঢাকামুখী লেন দিয়ে নগরীর পুদয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ওই দম্পতি। এসময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। রাত সোয়া ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি।