মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তারেকের নেতৃত্ব না মানা নেতারা নির্বাচন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাঁদপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গাজী মাঈনুদ্দিন চাঁদপুর-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ওমর ফারুক ২৮৯ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা মনোনীত প্রার্থীদের চিঠি বিতরণ করেছে আওয়ামী লীগ মনোনয়ন দিলেও জোটের সঙ্গে সমন্বয় হবে: তথ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ যানবাহনে আগুন বিএম পরীক্ষায় পাশের হার ৯৭.৭৮, শীর্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ চাঁদপুরের ৫টি আসনের দুইটিতে পরিবর্তিত নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী তালিকা, কে কোথায় দেখে নিন

মেসিকে ফেরাবে না বার্সা, স্পষ্ট জানিয়ে দিলেন সভাপতি

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৯৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ১২:২০ অপরাহ্ণ

গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই ডালপালা মেলছে। বিশেষত প্যারিস সেইন্ট জার্মেইঁ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর। লিওনেল মেসি কি আবারও বার্সেলোনায় ফিরবেন? এমন খবরও বেড়িয়েছিল আর্জেন্টাইন তারকার বাবা নাকি কাতালান ক্লাবটির সঙ্গে কথাও বলেছেন। তবে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেসিকে ফেরানোর কোনো সম্ভাবনা নেই।

চলতি মৌসুমে দুই বছরের চুক্তিতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। মূলত বার্সেলোনার অর্থনৈতিক বাধ্যবাধকতার কারণে তাকে ছাড়তে হয়। পিএসজিতে যাওয়ার পর খুব একটা আনন্দে দেখা যাচ্ছে না মেসিকে। তবে মেসিকে ফেরার ব্যাপারটি বার্সার বিবেচনাতেও নেই, এমনটিই জানালেন লাপোর্তা।

আরএসি ওয়ানকে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে কোনো ধরনের যোগাযোগ হয়নি। আমি তার সঙ্গে কথাও বলিনি। এখানে কোনো ব্যক্তিগত যোগাযোগ হয়নি। সে প্যারিসে আছে। কিন্তু আমি তাকে এখনও স্নেহের সঙ্গে মনে রেখেছি। আমি জানি কী বলা হচ্ছে কিন্তু তার সঙ্গে কথা হয়নি। আমার কাছের মানুষদের মন্তব্যও শুনেছি আমি। মেসি বা তার আশেপাশের কারো কাছ থেকে ফেরার ব্যাপারে কোনো বার্তা পাইনি। সত্যিটা হচ্ছে এই মুহূর্তে আমরা এমন কিছু বিবেচনার মধ্যেও রাখছি না।’

নতুন কোচ জাভি হার্নান্দেজের অধীনে বদলে যাচ্ছে বার্সেলোনা। সর্বশেষ এল ক্লাসিকোতেও জিতেছে ৪-০ ব্যবধানে। তারুণ্য নির্ভর দলের সঙ্গে দানি আলভেজ-পিয়েরো এমরিক অবামেয়াংদের যোগ দেওয়ায় বার্সা হয়ে উঠেছে শক্তিশালী। এই ধারাই ধরে রাখতে চান লাপোর্তা।

তিনি বলেছেন, ‘আমরা একটা তরুণ দল তৈরি করছি কিছুটা অভিজ্ঞতা সম্পূর্ণ কয়েকজনের সঙ্গে। পারস্পরিক নির্ভরতা আবারও ভালোভাবে কাজ করছে। কিন্তু মেসি তো মেসিই, বিশ্বের সেরা ফুটবলার। সে একজন মানুষ ও খেলোয়াড় হিসেবে সম্মান প্রাপ্য। সে একজন বিজয়ী, কিন্তু এটা (বার্সায় ফেরা) এমন কিছু যার পরিকল্পনা আমরা করছি না।’

মেসির বার্সা থেকে বিদায় নিয়ে লাপোর্তা বলেছেন, ‘আমার জন্য, নিশ্চিতভাবেই কাজটা সহজ ছিল না কিন্তু এটা হয়ে গেছে। আমার মনে হয় ক্লাব প্রথমে এসেছে- আমি বার্সেলোনাকে আরও ঝুঁকিতে ফেলতে পারতাম না। আমার মনে হয় আমরা সেটাই করেছি যেটা করা দরকার ছিল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর