শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

বাংলাবান্ধা স্থলবন্দরে ৩ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৩৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ২:১৭ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের একমাত্র চর্তুদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে (১৭ মার্চ) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৯ মার্চ বিকেল ৫টা পর্যন্ত ৩ দিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। বুধবার (১৬ মার্চ) রাতে বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শব-ই-বরাত উপলক্ষে বৃহস্পতিবার ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত সাপ্তাহিক ছুটি সহ ৩ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ বন্ধ থাকবে। রবিবার (২০ মার্চ) সকাল থেকে আমদানি রফতানি কার্যক্রম পুনরায় শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর