শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

ছারছীনা শরীফের মাহফিল শনিবার থেকে শুরু—— মাহফিলের উদ্দেশ্যে চাঁদপুর পুরাতন লঞ্চ ঘাট থেকে রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে শুক্রবার সন্ধ্যা ৭টায়

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৩৪ বার পঠিত
আপডেট : বুধবার, ৯ মার্চ, ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ

 স্টাফ রিপোর্টার।।
শতাব্দীর ঐতিহ্যবাহী ও আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ছারছীনা দরবার শরীফের ১৩২তম ৩দিনব্যাপী ঈসালে সাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন ১২ মার্চ শনিবার থেকে শুরু। মাহফিলে যোগদানের উদ্দেশ্যে ১১ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর পুরাতন লঞ্চ ঘাট (স্টিমার ঘাট সংলগ্ন) থেকে এম ভি পারাবত-৮ লঞ্চ ছেড়ে যাবে। ১৪ মার্চ সোমবার বাদ জোহর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। জমইয়াতে হিযবুল্লাহর আমির ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাদ্দা জিল্লুল আলি) এর সভাপতিত্বে শনিবার বাদ ফজর জিকিরের তা’লীমের মাধ্যমে মাহফিলের উদ্বোধন হবে এবং সোমবার আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হবে। ৩দিনব্যাপী মাহফিলে ইসলামের নানা বিষয় নিয়ে আলোচনা করবেন ছারছীনা দরবার শরীফের বিশিষ্ট ওলামায়ে কেরাম। ইতিমধ্যে মাহফিলে যোগদানের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমইয়াতে হিযবুল্লাহর ব্যানারে সংগঠনের নেতৃবৃন্দ ও দ্বীনদার মুসলমানদেরকে ছারছীনা দরবারে উপস্থিত হতে দেখা গেছে। ছারছীনা মাহফিলে যোগদানের উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর পুরাতন লঞ্চ ঘাট থেকে এম ভি পারাবত-৮ রিজার্ভ লঞ্চ ছেড়ে যাবে। সকল দ্বীনদার মুসলমান ভাইদেরকে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় বিছানা, আসবাবপত্র সঙ্গে নিয়ে সার্বক্ষণিকভাবে মাস্ক প্রদান করে লঞ্চে উঠর অনুরোধ জানিয়েছেন জেলা জমইয়াতে হিযবুল্লাহ জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান। উল্লেখ্য, প্রতি বছর ছারছীনা শরীফের মাহফিল ২৭,২৮ ও ২৯ ফাল্গুন অনুষ্ঠিত হয়। সে সুবাদে এ বছর ১২,১৩ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে।
Enter
Write to মেঘনার আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর