শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে ছারছীনা পীর ছাহেবের দুটি মাহফিল মুসলিম হিসেবে আমাদের আদর্শ হবে নবীর তরিকায় …………………ছারছীনার পীর ছাহেব

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১১১ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ৯:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ (মাদ্দা জিল্লুহুল আলী) বলেন, আল্লাহর জমিনে বান্দা আল্লাহর হুকুম পালন করবে। এ শিক্ষাই দিতে পীর-মাশায়েখ দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আর আমরা দ্বীন শিক্ষার জন্যই পীরের হাতে বয়াত হই আল্লাহকে পাওয়ার জন্য। শুধুমাত্র মুরিদ হলেই হলোনা। বর্তমানে রসমি মুরিদ বেশি। এ রকম মুরিদ হলে আমলে-আখলাকে উন্নতি হয়না। তিনি আরো বলেন, আপনার সন্তান স্কুল পড়ুক আর মাদ্রাসাই পড়ুক। মুসলিম হিসেবে আমাদের আদর্শ হবে নবীর তরিকায়। মানুষ হিসেবে চেহারা হবে রাসূলের তরিকায়। বর্তমান ফেতনার জামানা। আমলের জন্যই ফেতনা চারদিকে শুরু হয়েছে। সুন্নাতের উপর আমলে রাসূলের মহব্বত সৃষ্টি হয়। আমল-আখলাক, চেহারা-সূরাত হবে রাসূলে পাকের তরিকায়। সে তরিকায় থাকতে পীর-মাশায়েখদের সোহবতে আসতে সকলকে আহবান জানান।
মঙ্গলবার (১ মার্চ) বাদ মাগরিব নামাজ শেষে জিকিরের তালীমের আখেরি মোনাজাতের পৃবে ফরিদগঞ্জ উত্তর হাঁসা বাইতুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে
  পীর ছাহেব এ কথাগুলো বলেন। এছাড়া ফরিদগঞ্জ কামতা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পীর ছাহেব  বক্তব্য রাখেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করেন।
মাহফিলে আরো বক্তব্য রাখেন
সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতী আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা রুহুল আমিন, যুব হিযবুল্লাহর মহাসচিব মাওলানা মোঃ রুহুল আমিন আফছারী, জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুদ্দিন খন্দকার প্রমুখ।
মাহফিলে উপস্থিত ছিলেন, জমইয়াতে হিযবুল্লাহর জেলা সাধারণ সম্পাদক ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ মমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ সাইফুল্লাহ, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, হাঁসা আল-আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ অলি উদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম সংগঠনের  যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর