শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

হাজীগঞ্জে ৫০ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১১৬ বার পঠিত
আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ৯:০৬ অপরাহ্ণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে। সোমবার দিনব্যাপী হাজীগঞ্জ  সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনপারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মোমেনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান আশ্রাফী।
জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুরুল আমিন মিয়া ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের যৌথ উপস্থানায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য শেষে প্রধান অতিথি মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে পুরস্কার বিতরণ করেন সভাপতি ও অতিথিবৃন্দ।
এ সময় হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, বলাখাল জে.এন হাইস্কুল এন্ড কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোদেজা আক্তার, বলাখাল চন্দবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মজুমদার।
শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহপরান, পিরোজপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মনির হোসেন, সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎসনা  আক্তার।
রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর প্রধান শিক্ষক হাবিবুর রহমান, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার, বলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, টংঙ্গিরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন পাটওয়ারী, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক।
মালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন, অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন সর্দার, বেলচোঁ  উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর