বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

করোনা: বিশ্বে আরও ৮ হাজার মৃত্যু

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১০৬ বার পঠিত
আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৮ পূর্বাহ্ণ

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্ত ও মৃত্যু দুটোই কমেছে। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৫৯ জন। এর আগের দিন ৯ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছিল। মহামারি শুরুর পর বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৫৬ হাজার ৮৯২ জনে।

এসময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ১০ হাজার ২৮৭ জন। আগের দিনের শনাক্ত হয়েছিল ১৭ লাখ ৫৩ হাজার ৯১২ জন। বর্তমানে বিশ্বে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ৫৫৩ জনে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। অন্যদিকে  যুক্তরাষ্ট্র দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, রাশিয়া, মেক্সিকো, স্পেন, ভারত ও তুরস্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর