বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনাস্থা ভোটে পদ হারালেন যুক্তরাষ্ট্রের স্পিকার হাজীগঞ্জে আ’লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরলেন ইঞ্জি. মোহাম্মদ হোসাইন হাজীগঞ্জে চোরচক্রের ৫ সদস্য আটক শাহরাস্তির ন্যাশনাল ভিক্টোরী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়ার পুরুস্কার বিতরন ও আলোচনা সভা ভারতে সর্বোচ্চ আয়ের সিনেমা শাহরুখের ‘জওয়ান’ হাজীগঞ্জের টিপু জাতীয় পার্টির পেশাজীবী পরিষদের কেন্দ্রিয় সহ-সভাপতি বাবুরহাটে বোগদাদ অটোগাড়ি মুখমুখি সংঘর্ষ জেলা প্রশাসন অলিম্পিয়াড চাঁদপুর সদর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হত্যা করে ডোবায় পুঁতে রাখা হয়েছিলো দুই মাসের শিশুর মরদেহ যা যা থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে

চাঁদপুরের ফরিদগঞ্জে চলাচলের অনুপযুক্ত সেতু দিয়ে ঝুকি নিয়ে চলছে গাড়ি! দূর্ভোগে সাধারন মানুষ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৫৮ বার পঠিত
আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:৫৩ অপরাহ্ণ

 

 

মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু(চাঁদপুর, ফরিদগঞ্জ) :

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া এলাকার আইটপাড়া খালের উপরের সেতুটির মাঝখানে ভেঙে গর্ত হয়ে গেছে। ফলে ঝুঁকি নিয়েই ওই সেতুর ওপর দিয়ে চলাচল করছে কয়েক গ্রামের মানুষ। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ জেনেও সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। যানবাহন চলাচলের সময় যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি দিয়ে শোল্লা,বড়গাঁ,আইটপাড়া গ্রামের মানুষসহ প্রায় ৫ গ্রামের চলাচল করে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর মাঝ বরাবর বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দুর্ঘটনা এড়াতে ওই গর্তের উপর দিয়ে ট্রাক চলাচলের সময় কাঠ দিয়ে ঢেকে তার উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিন সেতুটি ভাঙা অবস্থায় থাকলেও সেটি মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। ফলে প্রায়ই ঘটে ছোট-খাট দুর্ঘটনা। সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও দুই পাশে দেওয়া হয়নি কোনো সতর্কতামূলক সাইনবোর্ড। অটোরিকশাচালক রাসেদ মিয়া বলেন, সেতুটির ওপর দিয়ে চরম ঝুঁকি নিয়ে আমাদের যানবাহন চালাতে হচ্ছে। একপ্রকার বাধ্য হয়েই আমরা এ সেতুটি ব্যবহার করছি। সেতু ব্যবহার না করলে আমাদের কয়েক কিলোমিটার রাস্তা বেশি ঘুরতে হয়। সেতুটি খুব শিগগিরই মেরামত করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন,আমিনুল ইসলাম,রহিম হোসেন ,রিপন হোসেন, সোহাগ বেপারী জানান সেতুটির বর্তমান অবস্থা এমন যানবাহন চলাচল মুশকিল। সেতুর মাঝের গর্তটি বেশ বড় হয়ে গেছে। কোনো রকম অসাবধানতাবশত কারণে হতে পারে বড় ধরণের দূর্ঘটনা।

৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মহসীন হোসেন বলেন, সেতুটির ওপর দিয়ে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। আমি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানাবো। খুব শিগগিরই এখানে একটি নতুন সেতু নির্মাণ করা দরকার। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে

এলজিইডি ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার হোসেন বলেন, ওই সেতুর বিষয়টি আমরা অবগত নয়। যেহেতু এখন জানতে পেরেছি আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এইস্থানে নতুন করে সেতু নির্মাণের জন্য বরাদ্দ যেয়ে আবেদন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর