শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ভাষা শহীদদের প্রতি সিআইপি জালাল আহমেদের শ্রদ্ধা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৬১ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪৫ অপরাহ্ণ

 

মামুন হোসাইনঃ

ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তি এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন কাতারস্হ ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ফোরামের প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদ। ২০শে ফেব্রুয়ারী রবিবার এক সাক্ষাৎকারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন এদেশের মানুষ প্রথম ঐক্যবদ্ধ হয়েছিলো ১৯৫২ সালে। এ ঐক্যের ভিত্তিমূল ছিল অধিকার রক্ষা। বাঙালি বুকের রক্ত সৃষ্টি করেছে অমর একুশে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে আত্ম্যেৎসর্গের নজির সৃষ্টি করে বাংলাদেশের মানুষ। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে ঢাকার রাজপথে পুলিশের গুলিতে নিহত হন সালাম, জব্বার, রফিক, বরকত, শফিউরসহ বীর সন্তানেরা। এই অমর বীরগাথা আজ কেবল এই, ভূখণ্ডের সীমানায় আবদ্ধ নেই, বাঙালির আত্মত্যাগ স্মরণে একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা মর্যাদার অভিষিক্ত। এ গৌরব বাঙালির, বাংলাদেশের। তিনি আরো বলেন, ভাষা শহীদদের উদ্দ্যেশ্যে শ্রদ্ধা রেখে বলতে চাই ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী- আমি কি ভুলিতে পারি’। সর্বপরি আমি সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করছি এবং এখনো জীবিত যেই সব বীর ভাষা সৈনিকগণ রয়েছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর