Korean love logo design vector template
ওগো প্রাণের প্রিয়!
ক্ষুদীরাম দাস
ওগো প্রাণের প্রিয়!
তুমি তো এখন যৌবনের বহমান নদী।
ফাগুনের হাওয়ায় ভাসিয়ে দিবো তোমায়
তোমায় বাসিবো ভালো, আমায় ভালোবাসো যদি।
ওগো প্রাণের প্রিয়!
চলে আসো তুমি ভেঙ্গেচুড়ে সব ভিড়
দেখ তুমি চেয়ে দেখো,
তোমার ভালোবাসার তরে আমি কতোটা শান্ত নিবিড়!
ওগো প্রাণের প্রিয়!
তুমি আমার শান্ত সুনিবিড় নদীর জলের কণা
ওগো প্রাণের প্রিয়! তুমি কথা কেনো বলছো না?!
তোমায় না পেয়ে মাথায় ভেঙ্গেছে আকাশ,
দেখ তুমি চেয়ে দেখো, আমার দু’চোখে সর্বনাশ!
ওগো প্রাণের প্রিয়!
একটুখানি আমার পানে তাকাও!
আমি ডাকি কাছে, থাকছো কেনো দূরে
কেনো তুমি আমার জন্যে কষ্ট সাঁজাও?
ওগো প্রাণের প্রিয়!
তুমি কতো সুন্দর যেন পাহাড়ী ঝর্না,
তুমি তো আমার স্বচ্ছ বালুকণা।
কী হয়েছে বল তুমি, কী হয়েছে আজ!
আজ তোমারে দেখাবো প্রজাপতির নাচ।