শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে সেতুর সংযোগ সড়কে নেই মাটি, চলাচলে দূর্ভোগ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৫৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২, ৭:০৯ অপরাহ্ণ

 মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু:

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন উত্তর চরবড়ালী মহব্বত আলী পাটোওয়ারী বাড়ির সংলগ্ন পোয়া খালের উপর নির্মিত সেতুটি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় সেতুটি অকেজো হয়েছে বলে দাবি এলাকাবাসীর। কয়েকটি গ্রামের মানুষের যাতায়তের সুবিধার্থে সেতু নির্মাণ করলেও কাজে আসছে না সাধারণ মানুষের। দুইপাশে সংযোগ সড়কের মাটি না দেওয়ায় যান চলাচলসহ ৩ বছর ধরে সেতুটির ওপর দিয়ে চলাচলে দূর্ভোগে গ্রামের প্রায় ১৫ হাজার লোকজন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন উত্তর চরবড়ালী ও দক্ষিণ চরবড়ালী সংলগ্ন কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ২০১৭-১৮ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অর্থায়নে ১৫ লাখ ৯১ হাজার ৭৫৩ টাকা ব্যয়ে চরবড়ালী – রামপুর সড়কের চরপোয়া খালের উপর সেতুটি নির্মিত হয়। সেতুটি নির্মাণের ৩ বছর গেলে দুই পাশের এপ্রোচে মাটি দেননি ঠিকাদার, জনপ্রতিনিধিসহ কর্তৃপক্ষ। উত্তর চরবড়ালী গ্রামের বাসিন্দা রিকন মিয়া, টিটু,জাহাঙ্গীর, ফয়সাল সহ অনেকই জানান, অল্প কিছু বালি পালিয়েছি,নির্মাণের ৩ বছর গেলেও এপ্রোচের মাটি যতটুকু দেওয়ার কথা তা না দেওয়ায় অকেজো হয়ে পড়েছে সেতুটি। সেতুটির এপ্রোচে মাটি দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এস ইউ এন্টাপ্রাইজের সত্ত্বাধিকারী কামাল হোসেন জানান, এপ্রোচের মাটি দেওয়া হয়েছে, হয়তো মাটি এখন সরে গেছে আমি কয়েকদিনের মধ্যে গিয়ে সেতুটি দেখবো। ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন জানান, সড়কটি আমার ইউনিয়েনের কয়েকটি গ্রামের একমাত্র সড়ক। এই সড়কটির উত্তরচরবড়ালী পোঁয়া খালের উপর সেতুটির এপ্রোচে মাটি না থাকায় অকেজো হয়েছে। লোকজনের যাতায়াতের সুবিধার্থে সেতুটির এপ্রোচে মাটি দিয়ে কিছু দিনের মধ্যে ভরাট করে দেবো। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তগার জানান, দীর্ঘদিন আগে পোঁয়া খালের উপর সেতুটি করা হয়েছে, দুই পাশে এপ্রোচের মাটি সরে গেছে। আমি এক সপ্তাহের মধ্যে মাটি দিয়ে ভরাট করে দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর