শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৩:৩০ অপরাহ্ন

ছারছীনা পীর ছালেহ (রহঃ) এর ইন্তেকাল বার্ষিকী

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৫৬ বার পঠিত
আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪১ অপরাহ্ণ
Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ  জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার উদ্যোগে ছারছীনা শরীফের আল্লামা শাহ্ সূফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রহঃ) এর ৩২ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী  চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে মির্জাপুর এলাকায় খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে  ছারছীনা দরবার শরীফের ভক্ত-মুরিদান, দীনিয়া মাদ্রাসার ছাত্ররা ২ শতাদিক কোরআন খতম করেন।
পীর ছালেহ (রহঃ) এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি  জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষকে আল্লাহ মূখী করতে যত গুলো  কর্মসূচি আছে, ততোগুলো কর্মসূচি নিয়ে দিগদিগন্তে পীর ছালেহ রহঃ কাজ করেছেন। ছারছীনার পীর নেছার ও পীর ছালেহ (রহঃ) নামে সারা বাংলায় সরকারি তালিকা ভূক্ত (এমপি ভুক্ত) ১০ হাজার মাদ্রাসা রয়েছে। ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠিত  মাদ্রাসা  গুলোতে  হাজার হাজার আলেম- উলামা কোরআনের খেদমত করে যাচ্ছেন। তিনি আরও বলেন, পীর ছালেহ (রহঃ) দলীয়  রাজনীতির উর্ধ্বে থেকে সমাজ সংস্কারে কাজ করেছেন। বিভিন্ন  বাহিনীর ইউনিফর্মকে হাফ প্যান্ট এর পরিবর্তে প্রেসিডেন্ট আইয়ুব খানের মুখ দিয়ে ফুল  প্যান্টেের ঘোষণা করেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের মাধ্যমে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হেদায়েত, তাবলীগ, তা’লীম ও তালকীনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা   জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ ছাইফুল্লাহ, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ  সম্পাদক অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান  খান,
মাওঃ মোঃ গিয়াস উদ্দিন, সংগঠনের  হাজীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ  জুলফিকার আলী, সবিদপুর ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ আবু সাঈদ শরফুদ্দিন প্রমুখ।
সংগঠনের চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মহিবুর রহমান মহিবুল্লাহ, নাতে  রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন সংগঠনের চাঁদপুর শহর শাখার সভাপতি আলহাজ্ব সফিউল আলম, হাফেজ কাজী গোলাম মোস্তফা গোলাপ, জেলা আইয়াম্মে হিযবুল্লাহর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মোশাররফ হোসেন, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক হাফেজ  মাওঃ আবদুল্লাহ আল মামুন সূফিয়ান, যুব হিযবুল্লাহর আহবায়ক হাফেজ মাওঃ হাবিবুর রহমান খানসহ বিভিন্ন গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। রাত ১০টায় মিলাদ-কিয়াম শেষে  আখেরী মোনাজাত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
উল্লেখ্য, ছারছীনা শরীফের পীর ছাহেব আল্লামা শাহ্ সূফী আবু জাফর মুহাম্মদ ছালেহ (রহঃ) ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারী  শেষ নিশাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর