মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

ফরিদগঞ্জ চৌমুখা দেওয়াল ভাঙ্গচুরের অভিযোগ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৭৩ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ

 

চাঁদপুর ফরিদগঞ্জ ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে ১১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬ ঘটিকায় প্রায় ৩০ জন যুবক সেলিম মাস্টারের বসতঘর ও ভাউন্ডারি দেওয়াল ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।সরিজমিনে গিয়ে জানা যায় সেলিম মাস্টার ও মনির পাটোওয়ারী মধ্যে দ্বীর্ঘদিন যাবৎ সম্পতি নিয়ে বিরোধ চলছে। তারই প্রেক্ষিতে শুক্রবার সকাল বেলায় মনির পাটোওয়ারীর লোকজন সেলিম মাস্টারের বসতঘর ও দেওয়াল ভেঙ্গে দেয়।ভুক্তভোগী সেলিম মাস্টার জানান আমি প্রবাসে থাকি, বাড়িতে আসার পর হঠাৎ সকাল বেলা তুহিনের নেতৃত্বে প্রায় ৩০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাউন্ডারির দেওয়াল ভাঙ্গচুর করে আমার বসতঘরে হামলা চালায়। এতে আমার পরিবারের আয়শা বেগম আহত হয়ে ফরিদগঞ্জ স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসাদিন আছে আমি রবিবার চাঁদপুর কোর্টে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি। এই দিকে মনির পাটোওয়ারী বলেন আমার ক্রয় করা সম্পতি আমি নিজ বাড়ির সালেহা বেগম থেকে ১৭-০৮-২০২০ খ্রীঃ ফরিদগঞ্জ সাব রেজিস্টার অফিসে সাফ কবলা দলিল সুত্রে মালিক। যাহার খতিয়ান নং ২৬৩, সিএস ২৬৬,বিএস ৯৩। সেলিম মাস্টার দ্বীর্ঘদিন আমার সম্পতি দখলে করে আছে,আমরা বিভিন্ন সময় তাকে বললে তিনি আমাদের সম্পতি বুঝিয়ে দিচ্ছে না,তাই আমি আগেও থানায় অভিযোগ করার পরেও তারা বসতে চায় না। সম্পতি বুঝিয়ে না দেওয়ার কারণে সকালে তুহিনের নেতৃত্বে তার দেওয়াল ভাঙ্গা হয়েছে, সে দেওয়াল আমার সম্পতির উপরে।সে বসতে চায় না তাই বসার জন্য দেওয়াল ভাঙ্গা হয়েছে।স্হানীয় ইউপি সদস্য আকবর হোসেন জানান আমাদের একেই বাড়ি দুই ফ্যামিলিই আমাদের বাড়ির, আমি ব্যক্তিগত ভাবে সেলিম মাস্টারকে কয়েকবার বলছি তিনি আমাদের কথা শুনে না,এখনো যদদি তিনি সুষ্ট সমাধান চান আমি চেস্টা করবো ২ ফ্যামিলি যেন সুন্দর ভাবে চলে, যে সম্পতি পাবে তাকে তার সম্পতি বুঝিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর