শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন

নিজের আত্মবিশ্বাস প্রকাশ করলেন জায়েদ খান

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৮১ বার পঠিত
আপডেট : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ

আমি যতবারই নির্বাচনে দাঁড়াব ততবারই জিতব’, গণমাধ্যমে এভাবেই নিজের আত্মবিশ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ ও তাঁর আলাপচারিতার স্ক্রিনশট প্রকাশের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শিল্পী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক ।

এ সময় জায়েদ খান বলেন, ‘আমি কেন জিতব এটা অনেকের মাথাব্যথার বিষয়। আমি তো জিতবই, কারণ করোনাকালে আমি শিল্পীদের লাশ নিয়েছি কাঁধে, কেউ আসেনি ভয়ে।

আমি জিতব, কারণ শিল্পীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। আমি যতবার নির্বাচনে দাঁড়াব ততবারই জিতব।

নির্বাচনের দিন আমিন খানের গায়ে প্যানেলের ব্যাজ পরিয়ে দিচ্ছেন জায়েদ খান। পাশে বিপরীত প্যানেলের প্রার্থী সাইমন সাদিক।

তাঁর বিরুদ্ধে ‘তথ্যসন্ত্রাস’ চালানো হচ্ছে মন্তব্য করে জায়েদ খান বলেন, ‘আমার যেসব স্ক্রিনশট ছড়ানো হয়েছে, সেসব নির্বাচনের আগের দিনই আমার হাতে এসেছে। সেই স্ক্রিনশট বানানো হয়েছে আমার একটা আইডি ক্লোন করে। আপনারা দেখবেন আমার নামের পাশে ছবি আছে, কিন্তু যে ব্যক্তির সঙ্গে কথোপকথন হচ্ছে তার নাম ও ছবি নেই। আমি কার সঙ্গে কথা বলছিলাম? এটা একটা সুপার এডিটেড স্ক্রিনশট। আমি মামলা করব। তথ্যসন্ত্রাস, এই শব্দটা লিখে রাখেন। আমার বিরুদ্ধে তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে। ’

মুনমুনের মতো অভিনেত্রীর ভোট মাত্র দুই হাজার টাকায় কেনার প্রশ্নে বিস্ময় প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘আপনারা কিভাবে ভাবেন তার মতো একজন অভিনেত্রীকে আমি দুই হাজার টাকা দিয়ে কিনব? আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, তার হাতে একটা কালো মাস্ক রয়েছে, সেটা ব্যাগে রেখেছেন। আর এবার যেহেতু সিল মারতে হবে, তাই আমি যে ভাঁজ করা ব্যালট পেপার দিয়েছিলাম, সেটা খুলে দেখিয়ে দিচ্ছিলাম পুরো প্যানেলে সিল মারতে হবে। ’

মুনমুনের কাছে ভোট চাওয়ার এই মুহূর্তের ভিডিও রীতিমতো ভাইরাল। ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ জায়েদের বিরুদ্ধে।

টাকা বিতরণ ও আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে জায়েদ খান সেদিনের অবস্থার দৃশ্য বর্ণনা করে বলেন, ‘আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম, সেখানে দাঁড়ানো যদি আচরণবিশি লঙ্ঘন হয় তাহলে আমার পাশে দাঁড়িয়েছিলেন ফেরদৌস ভাই, তার পাশে যাদু আজাদ, আমার পেছনে জেসমিন ও শাহনূর আপা। সামনে সাইমন ও ইমন ছিল। তাদের প্যানেলের এতগুলো মানুষ একই কাজ করে আচরণবিধি লঙ্ঘন করল না, আর আমি করে ফেললাম? মূল সমস্যা হচ্ছে আমি কেন জিতলাম!’

এর আগে এক সংবাদ সম্মেলনে নিপুণ নতুন করে সাধারণ সম্পাদক পদে নির্বাচন দাবি করেছেন। এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘দ্বিতীয়বার হারলে আবার তৃতীয়বার নির্বাচন করতে চাইবে। ’

এদিকে গতকাল রাতে জায়েদ খান তার প্যানেল থেকে নির্বাচিতদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর