বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

হাইমচরে গৃহবধূর বিষপান

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১২৫ বার পঠিত
আপডেট : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ

 

 

চাঁদপুরের হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বাহেরচর সরদার কান্দি আবুল হাসেম বেপারীর মেয়ে ১ সন্তানের জননী সুরভী আক্তার (২৫) বিষপান আত্মহত্যা সংবাদ পাওয়া গেছে। তবে সুরভী পরিবারের অভিযোগ তাদের মেয়েকে তার শ্বশুর ও শ্বাশুড়ি এবং জামাই মেরে মুখে বিষ দিয়ে রেখেছে।

জানা যায়, ২২ জানুয়ারি হাইমচরে নীলকমল ইউনিয়নের সরদার কান্দি আবদুর রকমানে ছেলে হযরত আলীর ২য় স্ত্রী সূরভী আক্তার সাথে শ্বশুর আবদুর রকমান বেপারীর ঝগড়া হলে তাকে মারধোর করলে অভিমান করে বিষ প্রান করে আত্মহত্যা করে।

মৃত সূরভী আক্তারের বাবা আবুল হাসেম জানান শনিবার সকাল ৭ টায় আমার বিয়াই আমার মেয়ে কে মারধোর করেন। আমার মেয়ের জামাই পূর্বেও আরেকটা বিয়ে করেছে। আমার মেয়ের জামাই বাড়ি আমার বাড়ি পাশাপাশি। লোকজন এসে বলে আমার মেয়ে বিষ খাইছে। তারপর তাকে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলছে আমার মেয়ে মারা গেছে।

তিনি আরো জানান, হযরত আলী পূর্বের স্ত্রী কে তার বাবা মার অত্যাচারে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেন।
এ ব্যাপারে হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ মোঃ রাশেদ জানান রোগী হাসপাতালে আসার পূর্বেই মারা গেছে। মেয়েটি বিষক্রিয়া মারা যাওয়ার সম্ভবনা বেশী। ময়নাতদন্তের পর বুঝা যাবে মৃত্যুর কারন জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর