শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২জন শিক্ষার্থীর করোনা পজিটিভ

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৯১ বার পঠিত
আপডেট : বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২, ৭:১৬ অপরাহ্ণ

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ১৮৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ছাত্রীনিবাসে হোম কোয়ারান্টিনে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ২৫০ শয্যার সহকারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এ কে এম মাহবুবুর রহমান। তিনি বলেন গত এক সপ্তাহের ব্যবধানে পর্যায়ক্রমে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউট এর সকল স্টুডেন্টের করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ আসে।
 নার্সিং ইন্সস্ট্রাক্টর ইনচার্জ সেলিনা আক্তার জানান, প্রথম ১০ জনের মধ্যে ৬ জনের, পরে আরও ১০ জনের মধ্যে ৭জনের পজিটিভ রিপোর্ট আসলে এরপর ১৮৬ জন স্টুডেন্ট এর নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি আরো বলেন, আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি তাদের নমুনাও নেওয়া হবে।
কোভিন চিকিৎসক ডাঃ মাসুদ রানা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা পলিন, সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক টাইম টু টাইম খবর নিচ্ছেন। করোনায় আক্রান্ত স্টুডেন্টরা মোটামুটি ভালো আছেন। তাদের শারীরিক অবস্থা অতটা খারাপ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর