শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

চাঁদপুরের ২৮ ইউপির মধ্যে ১৯টিতে নৌকা প্রার্থীর পরাজয়

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২০৫ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২, ১১:২৬ পূর্বাহ্ণ

 

পঞ্চম ধাপে চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার ২৯ ইউনিয়নে নির্বাচন হয়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ১০টিতে নৌকা, ১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং সাতটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। নৌকার এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আগেই।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কচুয়ার ১২ ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকা ও সাতটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নের মধ্যে তিনটিতে নৌকা, চারটিতে বিদ্রোহী ও বাকি ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। হাইমচরের চার ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকা, একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও অন্যটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে নির্বাচিতরা হলেন, কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে মনির হোসেন (ঘোড়া), পাথৈরে আলী আক্কাস মোল্লা (আনারস), বিতারায় ইসহাক সিকদার (ঘোড়া), পালাখাল মডেল ইউনিয়নে হাবিব মজুমদার জয় (ঘোড়া), পশ্চিম সহদেবপুরে আলমগীর হোসেন (নৌকা), উত্তর কচুয়ায় এম এ আখতার হোসাইন (নৌকা), সদর দক্ষিণে আরিফুজ্জামান আরিফ (চশমা), কাদলায় নুরে-ই-আলম রিহাত (আনারস), কড়ইয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তরে কবির হোসেন (নৌকা), গোহট দক্ষিণে আমির হোসেন (নৌকা) ও আশরাফপুরে রেজাউল মাওলা হেলাল (ঘোড়া)।

হাইমচরের আলগী উত্তর ইউনিয়নে মো. আতিকুর রহমান পাটোয়ারী (নৌকা), আলগী দক্ষিণে সরদার আব্দুল জলিল (আনারস), নীলকমলে সউদ আল নাছের (আনারস) ও হাইমচরে জুলফিকার আলী জুলহাস সরকার (নৌকা) জয়লাভ করেছেন।

ফরিদগঞ্জে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নে মো. জসিম উদ্দিন মিয়াজী স্বপন (আনারস), বালিথুবা পূর্বে মো. হারুন-অর-রশীদ (আনারস), সুবিদপুর (পূর্ব) মো. বেলায়েত হোসেন (চশমা), সুবিদপুরে মো. মহসীন হোসেন (আনারস), গুপ্টি পূর্বে মো. শাহজাহান পাটোয়ারী (চশমা), গুপ্টি পশ্চিমে মো. বুলবুল আহমেদ (আনারস), পাইকপাড়া উত্তরে আবু তাহের (মোটরসাইকেল), গোবিন্দপুর উত্তরে শেখ মো. শাহ আলম (চশমা), গোবিন্দপুর দক্ষিণে মো. আলাউদ্দিন ভূঁইয়া (নৌকা), চরদুখিয়া পূর্বে মাহমুদুল হাসান মিরাজ (নৌকা), চরদুখিয়া পশ্চিমে শাহজাহান মাস্টার (আনারস), রূপসা উত্তরে কাউছার-উল-আলম কামরুল (মোটরসাইকেল), রূপসা দক্ষিণ ইউনিয়নে মো. শরীফ হোসেন খান (নৌকা) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর