শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

আজ ফরিদগঞ্জে ইউপি নির্বাচন, নিরাপত্তার চাঁদরে আবৃত ১৩ টি ইউনিয়ন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ৪৪২ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২, ১২:০১ পূর্বাহ্ণ

 

চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি 

পঞ্চম ধাপে আজ বুধবার (৫ জানুয়ারী) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ৭৩জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডের ১২৪জন এবং সাধারণ সদস্য ৫১৫জনসহ ৬৯৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল মঙ্গলবার উপজেলার ১৩টি ইউনিয়নের ১২২ কেন্দ্রে ব্যালটা পেপার ছাড়া বাকী অন্য সব সরঞ্জামাদি পাঠানো হয়েছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নের ১২২টি কেন্দ্রে মোট ২ লক্ষ ৭১ হাজার ৪১৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১লক্ষ ৪০ হাজার ৯শত ৭৩ জন এবং নারী ভোটার ১লক্ষ ৩০ হাজার ৪শত ৪৪জন। উপজেলা নিবার্হী অফিসার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর এর নেতৃত্বে কেন্দ্র বিবেচনায় ১৭জন আনসারসহ ৩/৫জন পুলিশ ফোর্স নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে একজন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার দায়িত্বরত থাকবেন বলে জানা গেছে। পাশপাশি এপিবিএন, বিজিবি এবং র‍্যাবের কয়েকটি প্লাটুন মোবাইল টিম হিসেবে পুরো নির্বাচনী এলাকাকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসার ব্যবস্থা নিয়েছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, নির্বাচনে প্রায় ২হাজার ৪শত পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করছে। উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি জানান, নিবার্চনে ভোটার নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে। সুষ্ঠু ও ও শান্তিপূর্ণ নিবার্চন অনুষ্ঠানের জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিয়নে ৩ এর অধিক বিদ্রোহি প্রার্থী রয়েছে। প্রশাসন সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার চাঁদরে ডেকে রাখলে, ভোটের এই নিরাপত্তা থাকবে না তা নিয়ে তারা শঙ্কায় রয়েছে


আপনার মতামত লিখুন :

One response to “আজ ফরিদগঞ্জে ইউপি নির্বাচন, নিরাপত্তার চাঁদরে আবৃত ১৩ টি ইউনিয়ন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর