শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:২১ অপরাহ্ন

পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ সৃষ্টির করার দাবীতে নিসচার মানববন্ধন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৫৯ বার পঠিত
আপডেট : শনিবার, ১ জানুয়ারি, ২০২২, ৮:৩৯ অপরাহ্ণ

 

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ সৃষ্টি করার দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১ জানুয়ারি সকালে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক চাঁদপুর সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেন।

সংগঠনের জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ রাসেল, সহ-সভাপতি মোঃ শওকত করিম, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ্ আলম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুসলিম মিয়া, যুব বিষয়ক সম্পাদক এম আই দিদার।

সমাবেশে নিসচার ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক ও সচেতন মহল।

সমাবেশে বক্তারা বলেন, পরিবহন শ্রমিকরা জীবন বাজি রেখে জীবিকা অর্জন করে চলছেন। তাদের রোজগার দৈনন্দিন স্বল্প পরিসরে। সে বিবেচনায় পরিবহন শ্রমিকদের সন্তানদের বিনা বেতনে পড়ালেখার সুযোগ সৃষ্টির করার দাবী যোক্তিক। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে সারাদেশে যে দাবি নিয়ে মানববন্ধন ও সমাবেশে ঝড় উঠেছে । এ দাবি সরকার মেনে নিলে পরিবহন শ্রমিকদের সন্তানরা উচ্চ শিক্ষার সুযোগ হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর