শাহরাস্তিতে অপ্রীতিকর ঘটনা ছাড়াই গতকাল সম্পূর্ণ হয়েছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। সারা দেশের ন্যায় শাহরাস্তিতে ইউপি নির্বাচনে কোন প্রকার বাধা-বিপত্তি ছাড়াই ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। নির্বাচন শেষে ইউনিয়নের কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে থাকে। এরপর রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। মেহের দক্ষিণ ইউনিয়নে অংক প্রতীকে ৩০৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন মোঃ রুহুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৩৪১। মেহের উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীক নিয়ে মোঃ মনির হোসেন পেয়েছেন
রায়শ্রী উত্তর ইউনিয়নের নৌকা প্রতীক নিয়ে ৫১১৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন পেয়েছেন ৪৬৫৫ভোট।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩৪৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার মোটরসাইকেল পেয়েছেন ৩৪০৬। আনারস প্রতীক নিয়ে মাহবুব-উল-আলম ২৯৯৮।
সূচীপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীক নিয়ে হাবিবুর রহমান পাটোয়ারী পেয়েছেন
সুচিপারা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাহতাব উদ্দিন হেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন
চিতোষী পশ্চিম ইউনিয়ন এ আনারস প্রতীক নিয়ে ৬৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৩৫ ভোট।
চিতোষী পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আলম বেলাল আনারস প্রতীক নিয়ে ৫৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ইউসুফ পাটোয়ারী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪০২৪ ভোট।
টামটা উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ওমর ফারুক দর্জি ৭১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আলমগীর কবির পলাশ পেয়েছেন ৬৩৮২ভোট।
টামটা দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান চশমা প্রতীকে জহিরুল ইসলাম মানিক ৪২৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামাল হোসেন পেয়েছেন ৩৩৯৬ ভোট। অপর প্রার্থী শফিকুর রহমান পেয়েছেন নৌকা প্রতীকে ২৮৫১।