২০২১ সালে বিশ্বজুড়ে ৪৬ সাংবাদিক নিহত হয়েছেন, বন্দি করা হয়েছে রেকর্ড ৪৮৮ সাংবাদিককে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর ডয়চে ভেলের।
আরএসএফ-এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ ডিসেম্বর পর্যন্ত বিশ্বে ৪৮৮ জন সাংবাদিক জেলে ছিলেন- যা ১৯৯৫ সালে গণনা শুরুর পর সর্বোচ্চ৷ মিয়ানমার, বেলারুশ ও হংকংয়ে গণমাধ্যমের ওপর হামলার কারণে এত সংখ্যক সাংবাদিক গ্রেফতার হয়েছেন।
অপরদিকে, ২০২১ সালে ৪৬ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, যা গণনা শুরুর পর সবচেয়ে কম। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থা আরএসএফ বলছে, ২০২১ সালে ৬০ জন নারী সাংবাদিক আটক হয়েছেন৷ এটিও একটি রেকর্ড।
সবচেয়ে বেশি সাংবাদিক আটক করেছে চীন। আরএসএফ এর হিসেবে সংখ্যাটি ১২৭। এর পরেই আছে মিয়ানমার (৫৩), ভিয়েতনাম (৪৩), বেলারুশ (৩২) ও সৌদি আরব (৩১)।
২০২১ সালে মেক্সিকোতে সাত সাংবাদিক প্রাণ হারিয়েছেন৷ এর পরে আছে আফগানিস্তান (৬), ইয়েমেন (৪) ও ভারত (৪)।