মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে : হাইমচরে শিক্ষামন্ত্রী

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৫৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৭:৩৬ অপরাহ্ণ

চাঁদপুর হাইমচরের নীলকমল ইউনিয়নে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এটা শুধু শ্লোগান নয়, বাস্তবতায় রুপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী মুজিববর্ষে সারাদেশ বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ নীলকমল মধ্যচরের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে।’

শিক্ষামন্ত্রী বলেন,‘নীলকমল মধ্যচরে মানুষের চলাচল উপযোগী রাস্তা হয়েছে। অর্থনৈতিক অঞ্চল ঘোষণা হয়েছে। ইনশাআল্লাহ চরাঞ্চলের মানুষের প্রাণের দাবি স্থায়ী বাঁধও নির্মাণ হয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখায় না,তা বাস্তবায়ন করে।’

৩০ নভেম্বর মঙ্গলবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জুলফিকার রহমানের সভাপতিত্বে এবং নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন সরদারের পরিচালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,পুলিশ সুপার মিলন মাহমুদ,
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা।

আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সহ-সভাপতি শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা চোকদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খানসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর