শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় ১০ ইউপির ৮টিতেই বিদ্রোহীদের জয়-জয়কার

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৪৪ বার পঠিত
আপডেট : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৯:৩২ অপরাহ্ণ

বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রোববার (২৮ নভেম্বর) নেত্রকোনার তিনটি উপজেলার ২৫টি ইউনিয়নের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে জেলার পূর্বধলা উপজেলার ১০টি ইউনিয়নের ৮টিতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা এবং বাকি দুটি নৌকার প্রার্থী জয়ী হয়েছেন

তবে জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারী স্কুল ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী ও তার সমর্থকরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জোর করে ভোট প্রয়োগের ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। ফলে ওই ইউনিয়নটির ফলাফলও ঘোষণা করা হয়নি।

এছাড়া অন্য ২৪টি ইউনিয়নে অনেকটা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ওই ২৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮টিতে নৌকা এবং অন্য ১৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ২৪ ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউপিতে মো. আব্দুল আলী (নৌকা), লেংগুরা ইউপিতে স্বতন্ত্র মো. সাইদুর রহমান ভুইয়া (বিএনপি), রংছাতি ইউপিতে স্বতন্ত্র মো. আনিসুর রহমান পাঠান (বিএনপি), বড়খাপন ইউপিতে স্বতন্ত্র শফিকুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), কলমাকান্দা ইউপিতে স্বতন্ত্র মো. আব্দুল আলী বিশ্বাস (আওয়ামী লীগের বিদ্রোহী), পোগলা ইউপিতে মো. মোজাম্মেল হক (নৌকা) ও কৈলাটি ইউপিতে মো. জয়নাল আবেদীন (নৌকা)।

এদিকে জেলার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউপিতে শিব্বির আহমেদ তালুকদার (নৌকা), কুল্লাগড়া ইউপিতে স্বতন্ত্র মো. আব্দুল আওয়াল (বিএনপি), চন্ডিগড় ইউপিতে স্বতন্ত্র এমদাদুল হক (আওয়ামী লীগের বিদ্রোহী), বাকলজোড়া ইউপিতে স্বতন্ত্র মো. ইয়াকুব আলী তালুকদার (আওয়ামী লীগের বিদ্রোহী), দুর্গাপুর ইউপিতে স্বতন্ত্র সাদেকুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), বিরিশিরি ইউপিতে মো. রফিকুল ইসলাম রুহু (নৌকা) ও গাওকান্দিয়া ইউপিতে মো. আব্দুর রাজ্জাক সরকার (নৌকা)।

এছাড়া জেলার পূর্বধলা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গোহালা কান্দা ইউপিতে স্বতন্ত্র মো. আনোয়ার হোসেন (আওয়ামী লীগের বিদ্রোহী), হোগলা ইউপিতে স্বতন্ত্র মো. সিরাজুল ইসলাম আকন্দ (আওয়ামী লীগের বিদ্রোহী), ঘাগরা ইউপিতে স্বতন্ত্র এ কে এম মাজাহারুল ইসলাম (আওয়ামী লীগের বিদ্রোহী), বিশকাকুনি ইউপিতে স্বতন্ত্র আল আমিন (আওয়ামী লীগের বিদ্রোহী), বৈরাটি ইউপিতে স্বতন্ত্র মুহাম্মদ অনিছুজ্জামান তালুকদার (আওয়ামী লীগের বিদ্রোহী), আগিয়া ইউপিতে স্বতন্ত্র মো. সানোয়ার হোসেন চৌধুরী (আওয়ামী লীগের বিদ্রোহী), জারিয়া ইউপিতে স্বতন্ত্র মো. আমিনুল ইসলাম মন্ডল নান্টু (আওয়ামী লীগের বিদ্রোহী), পূর্বধলা ইউপিতে স্বতন্ত্র মো. সিদ্দিকুর রহমান বুলবুল (আওয়ামী লীগের বিদ্রোহী), খলিশাউড়া ইউপিতে কমল কৃষ্ণ সরকার (নৌকা) ও নারান্দিয়া ইউপিতে মো. আব্দুল কুদ্দুস (নৌকা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর