শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন

ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ইং হাজীগঞ্জে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৫৪ বার পঠিত
আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ১০:১৬ অপরাহ্ণ

  • মোহাম্মদ হাবীব উল্যাহ্, হাজীগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি 
    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হাজীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাইয়ের মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রাজারগাঁও, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, হাজীগঞ্জ সদর, বড়কুল পূর্ব, গর্ন্ধব্যপুর দক্ষিণ, হাটিলা পশ্চিম ইউনিনের প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন।
    এ দিন রাজারগাঁও ইউনিয়নে মাও. আবুল হাশেম বেপারী, বাকিলায় মো. জামাল উদ্দীন মিয়াজী, কালচোঁ উত্তরে এম.এ মতিন মজুমদার, কালচোঁ দেিণ মাও. শাহাদাত হোসাইন, হাজীগঞ্জ সদরে হাফেজ মাও. মুফতি মোস্তাফিজুর রহমান, বড়কুল পূর্বে বীরমুক্তিযোদ্ধা ক্বারী আবদুল হামিদ মোল্লা, গন্ধর্ব্যপুর উত্তরে¡ মো. দেলোয়ার হোসেন, গন্ধর্ব্যপুর দেিণ মাও. মো. কাউছার হোসাইন, হাটিলা পশ্চিম ইয়াছিন মনির মনোনয়নপত্র দাখিল করেন।
    এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. জামাল মিয়াজী ও জয়েন সেক্রেটারী কামাল হোসেন গাজীসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত সপ্তাহে উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে হাতপাখা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন, জেলা সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন। এরপর মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিল কার্যক্রম সম্পন্ন করেন স্থানীয় নেতৃবৃন্দ।
    উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর  আর ভোটগ্রহণ আগামি ২৬ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর