শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৬৭ বার পঠিত
আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ

মশিউর রহমানঃফরিদগঞ্জ (চাঁদপুর) উপজেলা প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ফরিদগঞ্জ উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গ সংগঠন।

আজ (২২ নভেম্বর) সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ায় কথা থাকলেও উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ৯:৩০ থেকেই নেতাকর্মীরা উপস্থিত হওয়া শুরু করেন। পরে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সব উপস্থিত হলে সকাল সাড়ে দশটায় মূল কার্যক্রমে চলে যান। এ সময় পুলিশ বাধা দিলেও সংক্ষিপ্ত সময়ের জন্য শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও প্রতিবাদ সভা শেষ করেন। এসময় বক্তা হিসেবে উপজেলা বিএনপি’র সভাপতি শরীফ মুহাম্মদ ইউনূস বিএনপি’র নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বক্তব্য তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেনউ পজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মফিজুল ইসলাম চৌধুরী, সিনিয়র যুগ্ন সম্পাদক আবু জাফর খসরু মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারী, পৌর বিএনপি’র সভাপতি আমানত হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন মিয়াজী, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মাসুদ আলম, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, যুগ্ন আহবায়ক আমির হোসেন খান, আমজাদ হোসেন শিপন, মুহাম্মদ ফারুক খান, পৌর যুবদলের আহবায়ক ইমাম হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আমিন হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্যসচিব সালাউদ্দিন আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ন সম্পাদক শাওন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব শিবলু সহ উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর