শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

চাঁদপুরে জমইয়াতে হিযবুল্লাহর মাসিক তালিমি জলসা আমরা সংগঠন করি আমলে-আখলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নমুনায় হতে ………..ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৫৪ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১, ১১:০৯ অপরাহ্ণ

ছারছীনা দরবার শরীফের থেকে পরিচালিত অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর চাঁদপুর জেলা শাখার মাসিক তালিমি জলসা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বাদ আসর থেকে শুরু হয়ে পরদিন সকাল ৭টায় পর্যন্ত এ জলসা চাঁদপুর পৌরসভার মির্জাপুর খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা সংগঠন করি আমলে-আখলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নমুনায় হতে। রাসূলে পাকের আদর্শে ব্যাক্তি, সমাজ, দেশ গঠনে জমইয়াতে হিযবুল্লাহ কাজ করে যাচ্ছে। মানুষ আল্লাহমুখী হতে চায়, পরিবেশ পায়না। আমরা আমীরে হিযবুল্লাহর নেতৃত্বে তৃণমূলে দীনিয়া মাদ্রাসার বিত করতে হবে। তিনি আরো বলেন, তরিকার জন্য সংগঠন, সংগঠনের জন্য তালিকা নয়। পীরের মুরিদ হবেন নিয়মিত ছবক মশক করবেন না। এটা ছারছীনা দরবারের বৈশিষ্ট্য নয়। যারা নিয়মিত জিকির করেন তারা তরিকার নেয়ামত বুঝেন।

সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মমিনুল ইসলাম খানের সঞ্চালনায় জিকিরের তা’লীম প্রদান করেন জেলা তালিমে তরিক্বত সম্পাদক মাওলানা আব্দুল মালেক এসলাহী। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আবুল হাছান মোঃ সাইফুল্লাহ, চাঁদপুর সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মজিবুর রহমান, চাঁদপুর পৌরসভার সভাপতি মুফতি মোঃ জিয়াউদ্দিন, কচুয়া উপজেলা সভাপতি মাওলানা মোঃ ওয়াজি উল্লাহ, মতলব উত্তর সভাপতি মাওলানা মোঃ সফিকুল ইসলাম, মতলব দক্ষিণ সভাপতি মাওলানা আব্দুল কাদের, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, শাহরাস্তি উপজেলা আহবায়ক হাজী মোহাম্মদ আবু বকর, হাইমচর উপজেলা সভাপতি মাওলানা খাজা আহমদ প্রমুখ।

তালিমি জলসায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুব ও ছাত্র হিযবুল্লাহর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর