বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

ফরিদগঞ্জের আলোনিয়ায় পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু : এলাকায় শোকের মাতন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৩৪ বার পঠিত
আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১, ১০:৫৭ অপরাহ্ণ

মশিউর রহমান :ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

একই সঙ্গে পৃথিবীর আলো দেখেছিল ৩ বছরের আবদুল্লাহ ও আবদুর রহমান। আর দুই জনেরই একই সাথে বেড়ে উঠা। কিন্তু তাদের জীবনের আলোও একই সাথে নিভে যাওয়ায় বাকরুদ্ধ পরিবার।
সোমবার (১৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে চাঁদপুরের ফরিদগঞ্জের আলোনিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে জমজ শিশু দুই ভাইয়ের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।
পুকুরে ডুবে মারা যাওয়া জমজ দুই ভাই আবদুল্লাহ ও আবদুর রহমান উপজেলার আলোনিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
জসিম উদ্দিন জানান, সকাল থেকে জমজ দুই ছেলে  বাড়ির উঠানে খেলাধুলা করছিল। কিছুসময় পর পরিবারের লোকজন তাদেরকে আর খুঁজে পায়নি। পরে তাদের মরদেহ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখেন। ওই সময় বাড়ির অন্যান্যদের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে জানান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফ চৌধুরী বলেন, জমজ দুই শিশু হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকার কারণে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ হোসেন বলেন, পানিতে ডুবে জমজ দুই শিশুর মৃত্যুর ঘটনাটি আমাদের জানা নেই। এই বিষয়ে পরিবার কিংবা কেউ অভিযোগ করেনি।
আব্দুল্লাহ ও আব্দুর রহমানের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর