বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুক্রবার যথা সময়ে

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৯৭ বার পঠিত
আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) ভোর থেকে যান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ট্রাকসহ পণ্যবাহী পরিবহনের মালিকরা। একইসঙ্গে বাস মালিকরাও ধর্মঘটে যাবেন বলে বৃহস্পতিবার সারাদিন গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত বাস ধর্মঘটের কোনো ঘোষণা না এলেও ঢাকাসহ বিভিন্ন জেলার বাস মালিকরা এরইমধ্যে বাস চালানো বন্ধ করে দিয়েছেন। এ অবস্থায় শুক্রবার অনুষ্ঠেয় সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

তবে কর্তৃপক্ষ বলছে, শুক্রবার যথা সময়ে অর্থাৎ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আগামীকাল সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর শনিবার (৬ নভেম্বর) বিজ্ঞান ইউনটের ভর্তি পরীক্ষা হবে। পরের সপ্তাহে ১৩ নভেম্বর (সোমবার) কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর