শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

পাটুরিয়ায় ফেরি ডুবি, দ্বিতীয় দিনেও উদ্ধার অভিযান অব‍্যহত

মেঘনার আলো ২৪ ডেস্ক / ১৯২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ১০:৫২ পূর্বাহ্ণ

পাটুরিয়া ৫ নম্বর ঘাট এলাকায় দ্বিতীয় দিনে রো রো ফেরি আমানত শাহর  উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। ঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করেছে হামজা।

এদিকে, প্রত্যয় নামের আরও একটি উদ্ধারকারী জাহাজ অভিযানে যুক্ত হওয়ার কথা থাকলেও এখনো জাহাজটি আসেনি। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পাটুরিয়া ৫ নম্বর ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

আরিচা স্থলকাম ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, ফায়ার সার্ভিসের ৩ ইউনিট কাজ করেছে। একই সঙ্গে উদ্ধারকারী জাহাজ হামজাও কাজ শুরু করেছে।  সকাল সাড়ে ৭টায় উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা থাকলেও প্রস্তুতিজনিত কারণে কাজে যোগ দিতে তার কিছুটা সময় লাগছে।

উদ্ধারকারী জাহাজ হামজার যুগ্ম পরিচালক সানোয়ার হোসেন জানান, প্রস্তুতিজনিত কারণে কাজে যোগ দিতে সামান‌্য বিলম্ব হয়েও ফেরি আমানত শাহর উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট সহযোগিতা করছে। আশা করা হচ্ছে দ্রুত উদ্ধার অভিযান শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর