শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

শাহরাস্তির চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত কমিটি থেকে ১৪ নেতার পদত্যাগ ঘোষনা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৪৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১, ১১:৪৫ অপরাহ্ণ

 

শাহরাস্তি(চাঁদপুর) প্রতিনিধি:

শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদলের সদ্য ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি থেকে ১৪ জন নেতা পদত্যাগের ঘোষনা দিয়েছেন। পদত্যাগকৃত ১৪ জনের মধ্যে ৪ জন যুগ্ন-আহবায়ক ও ১০ জন আহবায়ক কমিটির সদস্য। ২৪ অক্টোবর রবিবার রাতে স্থানীয় আয়নাতলী বাজারে চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে এর প্রতিবাদে প্রতিবাদ সভা ও সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং কালে এ পদত্যাগের ঘোষনা দেন। ঘোষিত কমিটির পদত্যাগকৃত নেতৃবৃন্দরা হচ্ছেন: যুগ্ন-আহবায়ক তানজিল হোসেন বাবু, শাহাজান স¤্রাট, ইসমাইল হোসেন, মো: শাহাজান, আহবায়ক কমিটির সদস্য: মোতাহের হোসেন, আলমগীর হোসেন, আবুল বাশার, আবুল বরাত সহ ১০ জন। পদত্যাগকৃত নেতৃবৃন্দ জানান, গত ২১ অক্টোবর শাহরাস্তি উপজেলা যুবদল নেতৃবৃন্দ চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ফেসবুক পোষ্টের মাধ্যমে প্রচার করেন। উল্লেখিত কমিটি প্রচার হলে ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ খুবই হাস্যকর ও বিব্রত অবস্থায় পড়তে হয়। যেহেতু উল্লেখিত আহবায়ক কমিটিতে মাদকাসক্ত, জামায়াত-শিবিরকর্মী, ও প্রবাসীদের স্থান দেয়া হয়েছে। দলের জন্য ত্যাগী,নিবেদিত প্রান, পরীক্ষির্ত কর্মীদের মূল্যয়ন না করে, আহবায়ক ও সদস্য সচিবের আত্বীয়-স্বজনকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে। কারো সাথে যোগাযোগ না করে, আনাড়ি ও বিতর্কিতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। উল্লেখিত বিতর্কিত কমিটির বিষয়ে আমরা হতবাক, বিস্মিত, লজ্জিত ও অপমানিত । আরো উল্লেখ্য, সিনিয়র ও জুুনিয়রদের মুল্যয়ন না করে নাম প্রকাশ, বিতর্কিত এ কমিটিতে চাকুরীজীবি,প্রবাসী, ও অযোগ্যদের স্থান দেয়া হয়েছে। আমরা বিতকির্ত এ কমিটি থেকে সেচ্ছায় স্বজ্ঞানে পদত্যাগ করলাম। নেতৃবৃন্দ প্রতিবাদ সভা থেকে হুশিয়ারী উচ্চারন করে বলেন, অবিলম্বে এ বিতকির্ত কমিটি বাতিল করে, দলের ত্যাগী, রাজপথের পরিক্ষিত কর্মীদের মুল্যয়ন করে কমিটি ঘোষনার দাবী জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর