শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৮ অপরাহ্ন

ফরিদগঞ্জের গুপ্টিতে পুড়ে যাওয়া ঘর মুহম্মদ শফিকুর রহমান এমপির পরিদর্শন

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২২৫ বার পঠিত
আপডেট : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ৬:১৩ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি

বৃহষ্পতিবার (২১ অক্টোবর ) সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের কর্মকার বাড়ির হিন্দু সম্প্রদায়ের পুড়ে যাওয়ার বসত ঘর পরিদর্শন করেছেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলেন। ১৯৭১ সালে আমরা যুদ্ধের মাধ্যমে সেই অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ পেয়েছি। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারাবাহিকতা ধরে রেখে দেশকে উন্নয়নের পথে ধাবিত করছেন, ঠিক তখনই একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই মাথাচাড়া দিয়ে উঠেছে। পুজা সময় একটি ঘটনাকে কেন্দ্র করে সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় স্থাপনায় হামলা করেছে। হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দিয়েছে। আমার নির্বাচনী এলাকা ফরিদগঞ্জ উপজেলায় পুজার সময় আমার নেতাকর্মীরা টানা ৭২ ঘন্টা রাতদিন সজাগ থেকে পাহারা দিয়েছে। যাতে কোন অপশক্তি আমাদের সম্প্রীতি বিনষ্ট করতে না পারে। কিন্তু দুর্গাপুজার পর গুপ্টি পুর্ব ইউনিয়নের কর্মকার বাড়ির এই ঘর আগুনে পুড়িয়ে দেয়া বা পুড়ে যাওয়ার মধ্যে দিয়ে সাদা পাঞ্জাবীতে কালো দাগ লাগানোর অপচেষ্টা করেছে বলে আমার ধারনা। আমি ঘটনার সময় ফোনে আগুনের সংবাদ পেয়েছি। আমি আগুনের বর্ণনা যা শুনলাম তাতে এইটুকু বলা যায়, এটি কোন শটসার্কিট থেকে আগুন নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর