বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৭ অপরাহ্ন

ইলিশ ধরার অপরাধে পদ্মা থেকে ৫৫ জেলে আটক

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২১৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৪:১২ অপরাহ্ণ

মাদারীপুর জেলার শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ৫৫ জেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ অক্টোবর) দিনগত রাত ২টা থেকে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত, উপজেলা মৎস অফিস, নৌপুলিশ ও মাওয়া কোস্টকার্ড যৌথভাবে এ অভিযানে অংশ নেয়। আটকের সময় জেলেদের কাছ থেকে ৫৫ হাজার ৫শ’ মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

আটক ৫৫ জেলের মধ্যে ৫১ জনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণের অংশ হিসেবে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, রাত ২ টা থেকে প্রায় ৮ ঘণ্টা অভিযান চলে পদ্মায়। মা ইলিশ রক্ষায় নিয়মিত এ অভিযান চলবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসান বলেন, যে সকল জেলে সরকারি আদেশ অমান্য করে নদীতে নেমেছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। আমরা চাই সব জেলে সরকারি আদেশ মেনে নির্ধারিত সময় পর্যন্ত মাছ ধরা থেকে বিরত থাকুক। মা ইলিশ পদ্মায় নির্ভয়ে বিচরণ করুক। এ জাতীয় সম্পদ রক্ষায় সবার সহযোগিতা কামরা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর