শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের টহল

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২২৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১, ১২:২৮ পূর্বাহ্ণ

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি 
ইলিশের প্রধান প্রজনন মৌসুম নিরাপদ করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদ-
নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা চলাকালে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায়
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স ।সোমবার (৪
অক্টোবর) দুপুর মেঘনা নদীর মোহনপুর থেকে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল
হাসানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,
সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান, ইউএনওর সিএ আমিনূল ইসলাম ও নৌ পুলিশ এই
অভিযানে সহায়তা করেন।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, ইলিশের
প্রজনন নিরাপদ করতে গত ৩ অক্টোবর দিবাগত রাত থেকে ২২ দিনের জন্য নদ-নদী এবং সাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। মতলব অঞ্চলে ইলিশের প্রজনন ক্ষেত্র বেশি। আমরা মা ইলিশ রক্ষায় সব ধরনের ব‍্যবস্থা গ্রহন করবো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর