বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:০২ অপরাহ্ন

ইংলিশদের পেলেই জ্বলে ওঠেন মেসি

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৩১ বার পঠিত
আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১, ১১:৪২ পূর্বাহ্ণ

য়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় ১৩৬টি গোল করেছেন পর্তুগিজ যুবরাজ। তার খুব কাছেই আছেন লিওনেল মেসি। এই টুর্নামেন্টে ১২১ গোল করেছেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার। সবশেষ মঙ্গলবার রাতে জালের ঠিকানা খুঁজে নিয়েছেন মেসি।

নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নাম লেখানোর পর তৃতীয় ম্যাচে এসে প্রথম গোলের দেখা পেয়েছেন মেসি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৭৪ মিনিটে বহুল কাঙ্খিত গোলটি করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। পেশাদার ক্লাব ক্যারিয়ারে সিটিজেনদের বিপক্ষে এটা মেসির সপ্তম গোল। যা ইংলিশ ক্লাবগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।

পরিসংখ্যান বলছে, চ্যাম্পিয়নস লিগে মেসি সবচেয়ে বেশি গোল করেছেন ইংলিশ ক্লাবগুলোর বিরুদ্ধে। তাই প্রতিপক্ষ হিসেবে মেসির ‘প্রিয়’ ইংলিশ জায়ান্টরা। কেবল ইংল্যান্ডের ক্লাবগুলোর বিরুদ্ধে ২৭টি গোল করেছেন মেসি। ইউরোপের মঞ্চে ইংল্যান্ডে অবশ্য ম্যানচেস্টার সিটির চেয়েও তার প্রিয় প্রতিপক্ষ আছে।

দলটার নাম আর্সেনাল। উত্তর লন্ডনের ক্লাবটির বিপক্ষে ছয় ম্যাচে নয় গোল করেছেন মেসি। গেল কয়েক বছরে চ্যাম্পিয়নস লিগে আর্সেনাল অনুপস্থিত না থাকলে হয়তো সংখ্যাটা আরো বাড়তে পারতো। আর্সেনালের পর ইংল্যান্ডে মেসির প্রিয় প্রতিপক্ষ ম্যানচেস্টর সিটি। সিটির বিপক্ষে এ পর্যন্ত সাত ম্যাচে সাত গোল করেছেন মেসি।

ইংলিশ জায়ান্টদের মধ্যে মেসির কঠিন প্রতিপক্ষ চেলসি। পশ্চিম লন্ডনের এই ক্লাবটির বিপক্ষে ১০ ম্যাচে মাত্র তিন গোল করেছেন তিনি। লন্ডনের আরেক ক্লাব টটেনহাম হটস্পারের বিরুদ্ধে দুই ম্যাচে দুই গোল আছে মেসির। লিভারপুলের বিরুদ্ধেও আছে দুই গোল। অল রেডদের সঙ্গে চারটি ম্যাচ খেলেছেন মেসি।

সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ছয় ম্যাচে চার গোল করেছেন মেসি। সবমিলিয়ে ইউরোপের মঞ্চে মুখোমুখি সব ইংলিশ ক্লাবের বিরুদ্ধেই গোলের নজির আছে তার। ইংলিশদের বিরুদ্ধে তো বটেই, চ্যাম্পিয়নস লিগে মেসির সবচেয়ে প্রিয় প্রতিপক্ষও আর্সেনাল। টুর্নামেন্টে তার দ্বিতীয় প্রিয় দল সেল্টিক।

ছয় ম্যাচে স্কটিশদের বিপক্ষে আট গোল করেছেন মেসি। সমান গোল এসি মিলানের বিপক্ষেও। যদিও ইতালিয়ান ক্লাবের বিরুদ্ধে দুটি ম্যাচ বেশি খেলেছেন মেসি। তবে ইউরোপিয়ান প্রতিযোগিতায় মেসি এখনো পাঁচটি দলের জালের নাগাল পাননি। দলগুলো হচ্ছে- অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, ইন্টার মিলান, রুবিন কাজান ও উদিনেস।

ইউরোপের আরেক প্রতিযোগিতা উয়েফা সুপার কাপে তিনটি গোল আছে মেসির। সবমিলিয়ে ইউরোপের মঞ্চে তার গোল ১২৪টি। মুখোমুখি হওয়া ১৭টি দেশের প্রতিনিধিদের বিরুদ্ধে গোল আছে তার। এ পর্যন্ত ৪৩টি আলাদা ক্লাবের মুখোমুখি হয়েছেন তিনি। দলগুলোর মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ রুবিন কাজান, অ্যাটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলান। তিনটি ক্লাবের বিরুদ্ধে চারটি ম্যাচ খেলেও গোল পাননি মেসি।

চ্যাম্পিয়নস লিগে মেসির প্রিয় প্রতিপক্ষ

আর্সেনাল: ছয় ম্যাচে নয় গোল
সেল্টিক: ছয় ম্যাচে আট গোল
এসি মিলান: আট ম্যাচে আট গোল

বায়ার লেভারকুজেন: তিন ম্যাচে সাত গোল
আয়াক্স: তিন ম্যাচে ছয় গোল
পিএসজি: দশ ম্যাচে ছয় গোল

চ্যাম্পিয়নস লিগে ইংল্যান্ডে মেসির প্রিয় প্রতিপক্ষ

আর্সেনাল: ছয় ম্যাচে নয় গোল
ম্যানচেস্টার সিটি: সাত ম্যাচে সাত গোল
ম্যানচেস্টার ইউনাইটেড: ছয় ম্যাচে চার গোল

চেলসি: দশ ম্যাচে তিন গোল
টটেনহাম হটস্পার: দুই ম্যাচে দুই গোল
লিভারপুল: চার ম্যাচে দুই গোল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর