বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১১:১২ অপরাহ্ন

ইয়েমেনে হুথি বিদ্রোহীসহ নিহত ১৪০

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৪০ বার পঠিত
আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৬:৩৮ অপরাহ্ণ

ইয়েমেনে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। গত সপ্তাহে দুই পক্ষের লড়াইয়ে কমপক্ষে ১৪০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় মারিব শহরে এই হতাহতের ঘটনা ঘটেছে। কৌশলগতভাবে শহরটি দু’পক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ।

কয়েকটি সামরিক সূত্রের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, ইয়েমেনের শাবাহ প্রদেশ এবং মারিব শহরে সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত চারদিনে প্রায় ৪৭ সেনা নিহত হয়েছেন।

এতে ইরান সমর্থিত ৯৩ জন হুথি বিদ্রোহীও নিহত হয়। তবে হুথি বিদ্রোহীরা কখনোই হতাহতের খবর প্রকাশ করে না। এবারও তাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত ফেব্রুয়ারি থেকে সরকারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মারিব শহর দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

হুথি বিদ্রোহীরা ক্রমাগত অগ্রসর হচ্ছে এবং শাবাহ প্রদেশের তিন জেলা এবং মারিবের এক জেলা দখলে নিয়েছে বলে জানা গেছে।

২০১৪ সালে হুতিরা দেশটির রাজধানী সানা দখলে নেওয়ার পরই ইয়েমেনে সংঘাত শুরু হয়। এখনও পর্যন্ত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর