মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

জায়েদ খানের বিরুদ্ধে আপত্তিকর কন্টেন্ট প্রচার

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২২৯ বার পঠিত
আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৯:১২ অপরাহ্ণ

চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে আপত্তিকর কন্টেন্ট প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে দুই নারীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জায়েদ খানের একটি সাধারণ ডায়েরি (জিডি) করার পর ডিএমপির স্পেশাল ক্রাইম ও সাইবার ক্রাইম ইউনিট তাদের ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।  তারা ভবিষ্যতে যাতে এ ধরনের প্রচারণা আর না করে, সেজন্য তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হচ্ছে।

বুধবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) স্পেশাল ক্রাইম ও সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এডিসি মনিরুল ইসলাম জানান, জায়েদ খান একটি জিডি করেছিলেন।  ইউটিউবে জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর গুজব ও তথ্য দিয়ে ভিডিও বানিয়ে প্রকাশ করা হয়েছে। সেগুলোর কয়েকটি আমরা শনাক্ত করেছি। এসব ইউটিউব চ্যানেলের এডমিনদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাদের এসব চ্যানেল থেকে আপত্তিকর কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর