বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

মারা গেছেন আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট বুতেফ্লিকা

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২০৫ বার পঠিত
আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১, ২:৫৫ অপরাহ্ণ

আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকা মারা গেছেন। ৮৪ বছর বয়সী বুতেফ্লিকা শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই দশক ধরে দেশটি শাসন করেছেন। পঞ্চম মেয়াদে দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহের মধ্যে ব্যাপক বিক্ষোভ ও সামরিক বাহিনীর চাপে ২০১৯ সালের এপ্রিলে ক্ষমতা থেকে সরে যান। তাঁর মৃত্যুর খবর ঘোষণা করেছে দেশটির সরকারি টেলিভিশন।

ক্ষমতা ছেড়ে দেয়ার পরে জনসাধারণের দৃষ্টির বাইরে পশ্চিম আলজিয়ার্সে নিজ বাসভবনে কাটিয়েছেন তিনি। এক দশকের গৃহযুদ্ধের পর বুতেফ্লিকা ১৯৯৯ সালে প্রাক্তন ফরাসি উপনিবেশ হিসাবে আলজেরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। এই গৃহযুদ্ধে প্রায় ২ লাখ লোকের মৃত্যু হয়েছে।

শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আলজেরিয়রা তাকে ‘বুতেফ’ বলে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এতে উদ্ভুদ্ধ হয়ে হাজার হাজার ইসলাম পন্থী তাদের অস্ত্র সমর্পন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর