মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:০০ অপরাহ্ন

পালানোর সময় ভাসানচর থেকে ২ রোহিঙ্গা আটক

মেঘনার আলো ২৪ ডেস্ক / ২৫৮ বার পঠিত
আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৮ অপরাহ্ণ

নোয়াখালীর  উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটক রোহিঙ্গারা হলো ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এর ২৭ নম্বর ক্লাস্টারের ই ৯-১০ নম্বর কক্ষের মৃত সোনা মিয়ার ছেলে আবুল হোসন (৫৫) ও একই ক্লাস্টারের জে-১০ নম্বর কক্ষের আবু আহম্মদের ছেলে রফিক (২৭)।

শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে ১ নম্বর শেল্টারের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের উত্তর-পূর্বে দুই কিলোমিটার গভীর জঙ্গলের ভেতর থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় আটকরাসহ পলাতক রোহিঙ্গা দালালদের নামে ভাসানচর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন-৯ এর উপপরিদর্শক (এসআই) আবুল কালাম।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরে তাদেরকে হাতিয়া আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

এক ক্লিকে বিভাগের খবর